![]() |
ঈদের পর পর্যটক বেড়েছে কক্সবাজার সৈকতে
|
কোরবানির ঈদের ছুটির পর কক্সবাজার সৈকতে প্রাণ ফিরেছে পর্যটকদের আগমনে। গতকঅর বৃহস্পতিবার সকাল থেকেই হঠাৎ সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করে এবং বিকালে পর্যটকদের পদভারে মুখর হয়ে ওঠে। প্রতিটি পয়েন্টে সমুদ্রস্নান ও আনন্দ মেতেছেন ভ্রমণপিপাসুরা। আর তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লাইফ গার্ড কর্মীরা ও ট্যুরিস্ট পুলিশ। বর্ষা মৌসুম তাই কক্সবাজারে পর্যটক আগমন নিয়ে শঙ্কা ছিল সবারই। এ কারণে কোরবানির ঈদের দু’দিন আগে ও পরে আশানুরূপ পর্যটক ছিল না। কিন্তু সেই শঙ্কা কাটিয়ে সমুদ্র সৈকত শহর কক্সবাজারে ভিড় করেছেন লাখো পর্যটক। সৈকতের সবকটি পয়েন্টে গিয়ে দেখা যায়, সাগরের নোনাজলে চলছে উৎসব। ঢেউয়ের সঙ্গে মিতালি করে টিউব নিয়ে ভাসছেন পর্যটকরা, করছেন সমুদ্রস্নান। বালিয়াড়িতে বসে শিশুর সঙ্গে খেলাতে মেতেছেন মা-বাবা। আবার অনেকেই মজেছেন প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |