প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ৮:১০ অপরাহ্ন
রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে ব্যাপক তৎপর রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তবে উত্তর সিটি থেকে কিছুটা পিছিয়ে রয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। আজ রোববার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুই সিটির কার্যক্রমের খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের তথ্য মতে উত্তর সিটির মোট কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। মোট ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডে শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। শতভাগ সম্পন্ন হওয়া ১১টি ওয়ার্ড হলো- ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড।
এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের তথ্য মতে, দক্ষিণ সিটির মোট কোরবানির বর্জ্যের ৬০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। এই সিটির মোট ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডে বর্জ্য অপসারণ শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এই তিনটি ওয়ার্ড হলো- ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, উত্তরের অধিবাসীদের বর্জ্য অপসারণের সুবিধার্থে আগে থেকেই সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঁচ লাখ পচনশীল পলিব্যাগ বিতরণ করা হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ১ লাখ ২০ হাজার পলিব্যাগ বিনা মূল্যে বিতরণ করা হয়।
ঈদের আগে ঢাকা উত্তরের মেয়র ১২ ঘণ্টার মধ্যে এবং দক্ষিণের মেয়র ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন। ঈদ উপলক্ষে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সবার ছুটি বাতিল করা হয়।