শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
দক্ষিণ আফ্রিকার দু'টি বারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৯
প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ৭:৫৫ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার ভিন্ন দু'টি শহরের পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে গত শনিবার মাঝ রাতে সোয়েতো শহরের একটি পানশালায় বন্দুকধারীর এলোপাতারি গুলিতে অন্তত ১৫ জন নিহত ও আরো ৯ জন আহত হয়। একই রাতে ৮টার দিকে পিয়েটারমারিতবুর্গের আরেকটি পানশালায় আরেকদল বন্দুকধারীদের হামলায় আরো ৪ জন নিহত ও ৮ জন আহত হয়। আজ রবিবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির পুলিশের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শনিবার গভীর রাতে একদল বন্দুকধারী রাইফেল ও পিস্তল হাতে জোহানেসবার্গের ওরলান্ডো ইস্ট পানশালাটিতে ঢোকে। এরপর সেখানে থাকা লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১৫ জন নিহত এবং ৯ জন আহত হন।

পুলিশ আরো জানায়, একই দিন শনিবার রাত সাড়ে আটটার দিকে আরেকটি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোয়েতো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত পিয়েটারমারিতবুর্গের আরেকটি পানশালায় ওই হামলায় চারজন নিহত ও ৮ জন আহত হয়েছে। পিয়েটারমারিতবুর্গের পুলিশ মুখপাত্র নকোবাইল গোয়ালা বলেন, ভিন্ন প্রদেশে হওয়ার কারণে আমরা দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে বলে মনে করছি না। আমরা নিজেদের ঘটনা তদন্ত করছি।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে সন্দেহ করা হচ্ছে না। উভয় হামলার ক্ষেত্রেই অজ্ঞাত বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়েছে এবং পলাতক রয়েছে। হামলায় কতজন জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্বের অন্যতম সহিংসতাপ্রবণ দেশ দক্ষিণ আফ্রিকা। প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ খুন হন। যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft