![]() |
শুধু সময়ের অপেক্ষা আ.লীগের পতন: জাগপা সভাপতি
|
পদ্মা সেতুর উদ্বোধনকে আমরা ধন্যবাদ জানাই। তবে, পদ্মা সেতুসহ অতীতের সব দুর্নীতির জন্য আওয়ামী লীগ সরকারের তওবা করে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। কারণ জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু হয়েছে। কেউ যদি পদ্মা সেতুকে পৈত্রিক সম্পত্তি মনে করে বিরোধী নেতাদের পানিতে ফেলে দিতে চান, তাহলে তাদের মনে রাখা ভাল এ দেশে বহু ক্ষমতার পতন হয়েছে। শুধু সময়ের অপেক্ষায় আওয়ামী লীগ সরকারের পতন হবে, ইনশাল্লাহ। শুক্রবার (২৪ জুন) বিকালে যুব জাগপা আয়োজিত ‘পলাশী দিবসের ইতিহাস’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মেয়ে তাসমিয়া প্রধান বলেন, বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে নিতে সরকারের এজেন্সিরা শনিবার (২৫ জুন) কী খেলার পরিকল্পনা করছেন জানি না। তবে, মনে রাখুন সভ্য রাজনীতিকে হত্যা করে নোংরা রাজনীতির সূচনাই পলাশীর ইতিহাস। পলাশী যুদ্ধের সূচনা থেকেই বাংলাদেশে নোংরা রাজনীতিতে অনুপ্রবেশ ঘটে। তাই পলাশী দিবস থেকে শিক্ষা নিয়ে নব্য ঘষেটি বেগমদের রুখে দিতে হবে। এদেশ ও দেশের মানুষকে বাঁচাতে হবে। তাসমিয়া প্রধান আরও বলেন, পদ্মা সেতুর গায়ে হলুদ মাখেন, রঙ মাখেন বা উদ্বোধন করেন সেটা আফসোস নয়! আফসোস সিলেটসহ দেশের ১৫ জেলার বানভাসি মানুষ মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। জ/ আল
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |