![]() |
‘সাবেক অধিনায়কের দাবি পাকিস্তান ভারতের চেয়ে ভালো দল ’
|
বর্তমান সময়ের ভারত দলের চেয়ে পাকিস্তান দলকে ভালো বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় বাবর আজমের পাকিস্তান। সে প্রসঙ্গ টেনেই এ মন্তব্য করেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক। তার মতে, আসন্ন এশিয়া কাপ জিতবে পাকিস্তান। ফাইনালে ভারতের সঙ্গে দারুণ এক লড়াইয়ে শিরোপা নেবেন বাবর আজম। অবশ্য অন্যান্য দলকে খাটো করে দেখছেন না রশিদ। রশিদ লতিফ ভারত-পাকিস্তান দলের মধ্যে তুলনা করতে গিয়ে বলেন, গত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয় পুরো দলের মনোবল বাড়িয়ে দিয়েছে। আশা করছি ম্যান ইন গ্রিনরা আসন্ন এশিয়া কাপেও একই ফর্মের প্রতিফলন ঘটাবে। এ সাবেক তারকা আরও বলেন, আমি আশাবাদী পাকিস্তান এশিয়া কাপ ২০২২ জিতবে। নিঃসন্দেহে অন্যান্য দলও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এশিয়া কাপের মূল প্রতিযোগিতা ভারত ও পাকিস্তানের মধ্যে হবে। পাকিস্তান বর্তমানে যেভাবে ক্রিকেট খেলছে তার কোনো উদাহরণ নেই। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় রয়েছে, যারা বর্তমানে আইসিসির সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে। -জ/অ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |