![]() |
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়
৭২ ঘন্টায় ও মেলেনি মা ও ময়েরে সন্ধান
কাপাসিয়া গাজীপুর প্রতনিধিঃ এসএম মাসুদ
|
গাজীপুর জেলার কাপাসিয়া উপজলোর শীতলক্ষ্যা নদীতে ঝাপ দয়িে তলয়িে যায় মা-আরফিা খাতুন (৪০) মেয়ে মুর্শিদা খাতুন (৮) এ ঘটনায় ৭২ ঘন্টা পার হলেও বুধবার দুপুর র্পযন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আরিফা খাতুন উপজলোর সংহিস্রী ইউনিয়নের বিবাদিয়া এলাকার মৃত আঃ মালকের স্ত্রী। পুলশি উপ-পরর্দিশক ফজলুর রহমান গণমাধ্যমকে জানায়, গত ১৯/০৬/২২ রবিবার সোয়া একটার দিকে আরিফা খাতুন তার দুই মেয়েকে বাজারের উদ্দশ্যে নিয়ে যায়। বাড়ির পাশেই শীতলক্ষ্যা নদীতে হঠাৎ দুই মেয়েকে নিয়ে নদীতে ঝাপ দেয় এ-সময় স্থানীয় জেলেরা দ্রুত নৌকা নিয়ে কন্যা তাহমনিা (৯) কে উদ্ধার করনে। শীতলক্ষ্যা নদীতে তীব্র স্রোত ও হঠাৎ গোল চক্করে আরফিা খাতুন ও কন্যা মুর্শিদা নদীর স্রোত বেশি থাকায় অল্প সময়েই পানিতে তলিয়ে যায়। পরে পুলিশ-ফায়ার সর্ভিস ও ডুবুরি একটি দল দুই-দিন ধরে অনেক খোঁজাখুজি করেও নিখোঁজ মা ও শিশু মুর্শেদাকে খুঁজে পায়নি। জ/ আল |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |