![]() |
হজ করতে গিয়ে আরও দুই জনের মৃত্যু
|
সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৬ জন। বুধবার (২২ জুন) রাত ২টায় প্রকাশিত হজ বিষয়িক বুলেটিনে আজকেসহ মোট ৬ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। এর আগে ১৭ জুন দু’জন আর ১১ জুন ও ১৬ জুন আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। সর্বশেষ যে দু’জন মৃত্যুবরণ করেছেন তারা হলেন মো. আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭)। তারা দুজনই গতকাল (২১ জুন) মারা যান। আবদুল জলিলের বাড়ি রংপুরের পীরগাছার তাম্বুলপুরে। তার পাসপোর্ট নম্বর BX0552614। আর বিউটি বেগম রাজধানী ঢাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর EA0009584। জ/ আল
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |