![]() |
আগের সব রেকর্ড ভেঙে দেবে ‘সিংঘম ৩’
|
‘সিংঘম ৩’ খুব শিগগিরই আসছে। এরই মধ্যেই ছবির প্রি প্রডাকশনের কাজও শুরু হয়েছে। ২০২৩ সালে এই সিক্যুয়েল ছবিটির শুটিং শুরু হতে পারে বলে হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক রোহিত শেঠি এমনটাই জানিয়েছেন। শুধু তা-ই নয় তিনি দাবি করেছেন, ‘সিংঘম ৩’ ভেঙে দেবে আগের সব ছবির রেকর্ড। রোহিত শেঠির ‘সিংঘম’ ছবিটি মুক্তি পায় ২০১১ সালে। অজয় দেবগণের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এই সিনেমা। ২০১৪ সালের ‘সিংঘম ২’ ছবিটিও দর্শকের ভালোবাসা পায়। তারপর থেকেই নতুন সিক্যুয়েলের অপেক্ষায় বসেছিলেন ভক্তরা। আট বছর পরে অবশেষে মিলল সেই সুখবর। এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজে ব্যস্ত রোহিত। এর মধ্যে রয়েছে রণবীর সিংহের ‘সার্কাস’। পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজের মতো অভিনেত্রী অভিনীত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ডিসেম্বরে। এছাড়াও কাজ চলছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ এর। এই সিরিজের হাত ধরে সিদ্ধার্থের সঙ্গে রোহিত প্রথম পা রাখছেন ওটিটি দুনিয়ায়। এর শুটিং এখনো শেষ হয়নি। রোহিত বলেন, আন্তর্জাতিক পর্যায়ে অনেক ভালো ভালো ছবি হয়। আমি ভারতেই এমন ছবি বানাতে চাই, যা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হবে। -জ/অ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |