![]() |
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১
|
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে। শুক্রবার (১৭ জুন) সকাল ছয়টা থেকে শনিবার (১৮ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, ডিএমপির অভিযানে চার হাজার ৯৫০ পিস ইয়াবা, ১৩ কেজি ৫৫ গ্রাম গাঁজা, ৬ গ্রাম ৮৫ পুরিয়া হেরোইন ও ৩৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। জ/ আল
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |