শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ১০ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
শ্রীলংকার নতুন কোচ সিলভারউড
প্রকাশ: রোববার, ১০ এপ্রিল, ২০২২, ৪:০১ অপরাহ্ন


শ্রীলংকা ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংল্যান্ডের সাবেক পেসার ক্রিস সিলভারউড। সিলভারউডের সাথে দুই বছরের জন্য চুক্তি করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

আগামী মাসে বাংলাদেশ সফর দিয়ে লংকানদের কোচ হিসেবে দায়িত্ব শুরু করবেন সিলভারউড।

এক বিবৃতিতে এসএলসি জানায়, দুই বছরের চুক্তিতে জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন সিলভারউড। বাংলাদেশ সিরিজে তার প্রথম অ্যাসাইনমেন্ট।

গত ডিসেম্বরে মিকি আর্থারের সাথে এসএলসির চুক্তি মেয়াদ শেষ হয়। এরপর জাতীয় দলের সাথে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন আর্থার। কিন্তু এসএলসি তাতে সাড়া দেয়নি।

সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারে ইংল্যান্ড। ইংলিশদের এমন বাজে পারফরমেন্সের ফলে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সিলভারউড।  

তবে নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছসিত সিলভারউড। তিনি বলেন, ‘আমি শ্রীলংকান দলে যোগ দিতে পেরে খুবই আনন্দিত। কলম্বোতে গিয়ে নতুন দায়িত্ব শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমি খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে দেখা করতে মুখিয়ে আছি।’
গত ১০ বছরে শ্রীলংকার অষ্টম প্রধান কোচ হলেন সিলভারউড।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft