শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
শেখ হাসিনা নারী শিক্ষা বিস্তারে অত্যন্ত আন্তরিক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৯:২০ অপরাহ্ন


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে  নারী শিক্ষা বিস্তারে শেখ হাসিনাই বেশী আন্তরিক। আর এ জন্য তিনি নারীদের বিনা বেতনে লেখা-পড়া ও চাকুরীর  সুযোগ করে  করে দিচ্ছেন। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ক্রিড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্যকালে এ কথা বলেন।

 এ সময় মন্ত্রী আরো বলেন,‘ দেশের শিক্ষা বিস্তারে শেখ হাসিনার অন্তরিকতায় আজ দেশটি একটি সফল দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। তাইতো তিনি পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। দেশের শিক্ষার যে প্রসার ঘটেছে তা স্বাধীনতার পর এক মাত্র শেখ হাসিনার মাধ্যমে হয়েছে’। 

ওই বিদ্যালয় মাঠে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার মো. মোতাহার আলী হাওলাদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদারের পরিচালনায় ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, নাজিরপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সরকারী বঙ্গমাতা মহিলা কলেজ অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান প্রমুখ।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft