শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
আস্থা ভোটের আগেই পদত্যাগ করতে পারেন ইমরান খান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৮:৪৩ অপরাহ্ন


আস্থা প্রস্তাবের ওপর ভোটের আগেই পদত্যাগ করতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান- এমন শংকা করছেন অনেকেই। দেশটির সেনাপ্রধান এবং সামরিক গোয়েন্দা সংস্থা প্রধানের সাথে সাক্ষাতের পর বাতিল করা হয়েছে ইমরান খানের পূর্বনির্ধারিত ভাষণও।

মঙ্গলবার দু'দফায় প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং আইএসআই প্রধান। এরপর তেহরিক ই ইনসাফের টুইটে তার বুধবারের ভাষণ বাতিলের কথা জানানো হয়। অনাস্থা ভোটের আগে অন্যতম জোটসঙ্গী মোত্তাহিদা কওমি মুভমেন্ট আনুষ্ঠানিকভাবে বিরোধী শিবিরে যোগ দেয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানের বিপদ আরও বেড়েছে। 

দেশটির জিওটিভি বলছে, দলটি বিরোধী শিবিরে যোগ দেয়ায় একশ' ৯৯- একশ' ৪২ ভোটে পিছিয়ে পড়েছেন ইমরান। অথচ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রয়োজন একশ' ৭২ ভোট। অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে গত সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন বিরোধীরা। এরপর বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয় পার্লামেন্ট অধিবেশন। প্রস্তাবের ওপর বিতর্কের পর আগামী ৩ এপ্রিল হতে পারে ভোটাভুটি।

ইমরান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তাঁর সরকারের মেয়াদ রয়েছে। তবে অনাস্থা ভোটে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁর সরকারের পতন হতে পারে। পাকিস্তানে স্বাধীনতার পর দেশটির কোনো সরকার তার পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি। বর্তমান প্রধানমন্ত্রী ইমরানের ভাগ্যেও তেমনটা ঘটতে যাচ্ছে বলে মনে হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft