প্রকাশ: রোববার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন
ঢাকাকে কতটুকু জানি? ঢাকাকে কতটুকু চিনি? ঢাকায় থাকতে হলে ঢাকাকে চিনতে হবে, জানতে হবে- এমনটা নয়। তবে ঢাকাকে নতুনভাবে চেনাতে জানাতে ‘আদি অন্তে ঢাকা’। এ নিয়ে অনেকটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বইটির লেখক এম মামুন হোসেন।
ঢাকা হয়তো ইস্তাম্বুল, এথেন্স, বাগদাদ, রোম, লাহোর কিংবা দিল্লির মতো প্রাচীন নয়। কিন্তু ঢাকার পরতে পরতে নানা উপাখ্যান। কালের আবর্তনে ঢাকার আয়তন বাড়লেও বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির শহরের পরিচিতি আজো রয়ে গেছে। অলিগলির নামকরণ নিয়ে প্রচলিত আছে অনেক জনশ্রুতি, আবার কোনো কোনোটি সম্পর্কে রয়েছে সুস্পষ্ট ঐতিহাসিক তথ্য। নামের সঙ্গে অনেক এলাকার এখন আর কোনো মিল নেই। ‘আদি অন্তে ঢাকা’-এ ঢাকাকে নিয়ে আছে অজানা এক কাহিনি। ঢাকাকে জানুন। ঢাকাকে চিনুন।
আদি অন্তে ঢাকা’র প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ (প্যাভিলিয়ন-২৫)। মূল্য ৩০০ টাকা।