বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৬ ফাল্গুন ১৪৩১
 

নেহা কক্করের ‘গ্রেপ্তারের’ বিষয়ে যা জানা গেল
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিব্রত করা হচ্ছে তারকাদের। কখনও তাদের ছবি নিয়ে পোশাক বিকৃত করা অথবা কখনও ছবি নিয়ে সম্পূর্ণ মনগড়া কিছু বানানো। 

এদিকে বলিউডের প্লেব্যাক কুইন নেহা কক্করের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীতশিল্পীর ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, পুলিশ হাত ধরে নিয়ে যাচ্ছে নেহাকে। চোখে জল নেহার। কোনও একটি অনলাইন প্রতারণায় ফেঁসে গেছেন।

নেহার গ্রেপ্তার হওয়ার যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা নকল ছবি। সেটা আসলে এআই দ্বারা নির্মিত। প্রযুক্তির বিড়ম্বনায় যেন নাজেহাল তারকারা। যদিও নেহার এই ছবিতে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া।

কেউ যেমন নেহার প্রতি দুঃখপ্রকাশ করেছেন, কেউ আবার উচ্ছ্বসিত। যদিও এই নকল ছবি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নেহা। মাঝেমধ্যেই সংগীতশিল্পীকে নিয়ে নানা বিতর্ক শোনা যায়। 

কখনও নেহার বিবাহবিচ্ছেদের কথা কানে আসে, কখনও আবার শোনা যায় গায়িকা অন্তঃসত্ত্বা। আট বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিয়ে থেকেই ফিরে ফিরে এসেছে বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে বার বার সব জল্পনা উড়িয়ে দিয়েছেন গায়িকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft