প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন
গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকালে শহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- গণ অধিকার পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর কবীর সিফতি, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুমান, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহ হোসেন মুজাহিদসহ অন্যরা।
বক্তারা বলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ফারুক হাসানের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। অথচ হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ হামলাকারীদের দুইদিনের মধ্যে গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনলে আরো বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।
উল্লেখ্য, শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হামালার শিকার হন ফারুক হাসান। ‘জাতীয় বিপ্লবী পরিষদ’ নামের নতুন একটি রাজনৈতিক দলের আয়োজনে নাগরিক সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখার পরে তার উপর হামলা চালানো হয়।