বুধবার ৮ জানুয়ারি ২০২৫ ২৩ পৌষ ১৪৩১
 

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ    শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক     বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া    খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার    কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা    পরিবারসহ নাফিজ সারাফতের ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ   
ফরিদপুরে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ওষুধ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

ফরিদপুর পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনে দোকানের পজিশন বরাদ্দে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই মার্কেটের ওষুধ ব্যবসায়ীগণ। রোববার (০৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলন করে তারা।

এসময় তারা ইতোপূর্বে সম্পাদিত চুক্তিনামা লংঘন করে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে অন্যায়ভাবে পজিশন বরাদ্দ সহ নানা অনিয়মের অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন- পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলাউল হোসেন তনু।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৭ সালে "তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের" অর্থায়নে পুরাতন সুপার মার্কেট বিল্ডিং ভেঙ্গে নতুন করে পৌর সুপার মার্কেট নির্মাণ করা হয়।

কামরুল হাসান চৌধুরী আরও জানান, ওই সময়ে পুরাতন ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেয়ার আগে ওই বছরেই তৎকালীন পৌর মেয়রের সাথে সুপার মার্কেটের মালিক সমিতির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে মার্কেটের পুরাতন ভাড়াটিয়াদের ক্ষেত্রে ২৫ পার্সেন্ট সেলামি প্রদান করে স্ব-স্ব দোকান কক্ষ বরাদ্দের দেয়ার কথা বলা হয়েছিলো। কিন্তু এখন মার্কেট নির্মাণের পরে তাদের সাথে সম্পাদিত চুক্তি মানা হচ্ছেনা। তাদের পক্ষে এখন বর্ধিত টাকা দিয়ে দোকানের পজিশন নেয়া সম্ভব না।

তারা বলেন, নবনির্মিত মার্কেটে ওষুধের দোকানের যে কক্ষ নির্মাণ করা হয়েছে তাও ওষুধ ব্যবসার সরকারি নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হয়নি।

এ অবস্থায় তারা তাদের সাথে ইতিপূর্বে সম্পর্ক চুক্তি অনুযায়ী দোকান বরদের দাবি জানান। অন্যথায় ১৩ জানুয়ারি থেকে ধর্মঘটসহ আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এসময় পৌর সুপার মার্কেটের ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোচন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft