প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শনিবার (১৪ডিসেম্বর) বেলা ১১ টায় বিজয়নগর উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক, বিজয়নগর থানার ওসি মো: রওশন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দবির উদ্দিন ভুইয়া, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি, এইচ এম জহিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্বা জিল্লুর রহমান, মীর মান্নান, শহীদ উদ্দিন ভুইয়া, শাহজাহান ভুইয়া, প্রানী সম্পদ কর্মকর্তা শাহ জালাল শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিত দেব ও ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক, মোঃ কেফায়েত উল্লাহ শরীফ প্রমুখ।
এছাড়াও সভায় সাংবাদিকসহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ১৯৭১ সালের আমাদের বুদ্ধিজীবিদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা চেয়েছিল আমাদেরকে মেধাশুন্য করার জন্য। শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। আলোচনা শেষে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।