শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ    জামায়াত নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামের মামলা    সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে    শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন    একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: ড. ইউনূস    সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির    বাতিল হলো "জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩"   
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শনিবার (১৪ডিসেম্বর) বেলা ১১ টায় বিজয়নগর উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল  ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক, বিজয়নগর থানার ওসি মো: রওশন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দবির উদ্দিন ভুইয়া, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি, এইচ এম জহিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্বা জিল্লুর রহমান, মীর মান্নান, শহীদ উদ্দিন ভুইয়া, শাহজাহান ভুইয়া, প্রানী সম্পদ কর্মকর্তা শাহ জালাল শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিত দেব ও ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক, মোঃ কেফায়েত উল্লাহ শরীফ প্রমুখ। 

এছাড়াও সভায় সাংবাদিকসহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ১৯৭১ সালের আমাদের বুদ্ধিজীবিদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা চেয়েছিল আমাদেরকে মেধাশুন্য করার জন্য। শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। আলোচনা শেষে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft