শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ    জামায়াত নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামের মামলা    সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে    শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন    একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: ড. ইউনূস    সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির    বাতিল হলো "জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩"   
সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:১১ অপরাহ্ন

তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে সৌদি আরবে। আর এ কারণে মরুভূমির দেশটির তাপমাত্রার নামতে পারে  মাইনাস ৩ ডিগ্রিতে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) শুক্রবার (১৩ ডিসেম্বর) এমন সতর্কবার্তাই দিয়েছে।  

এনসিএম’র আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সৌদি আরবে আজ শনি কিংবা রোববার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে এবং দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে।    

দেশটির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তাপমাত্রা সর্বনিম্ন মাইনস ৩ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে এনসিএমের মুখপাত্র হুসাইন আল কাহতানি।  

সাংবাদিকদের তিনি বলেন, আজ শনিবার থেকে সৌদির  ওপর দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে। এই বাতাসের ধাক্কায় এ সময় এসব অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন মাইনস ৩ ডিগ্রিতে নামতে পারে।

তবে সোম ও মঙ্গলবার থেকে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হবে। তবে এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রির মধ্যে থাকবে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে রোব ও সোমবার ক্ষতিগ্রস্ত এলাকায় তীব্র বাতাস বয়ে ধুলোঝড়ের সৃষ্টি করবে। মক্কা ও মদিনার কিছু অংশে বিশেষ করে দিনের বেলায় উপকূলীয় অঞ্চলগুলিতে ঠান্ডা বাতাস বয়ে যাবে।

এনসিএম সতর্কবার্তা দিয়েছে, এ শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানানো হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft