রোববার ১৯ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 

জনগণের পাশে থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান    এসকে সুরের বাসায় দুদকের অভিযানে ১৭ লাখ টাকা উদ্ধার    মেঘনায় ঝাঁপ দিয়ে মা-ছেলের আত্নহত্যা চেষ্টা, দেড় বছরের শিশুর মৃত্যু    ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা    জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন    মালানের ফিফটিতে বরিশালের বড় জয়    যুদ্ধবিরতি কার্যকর, বিরোধিতায় ইসরায়েলের ৩ মন্ত্রীর পদত্যাগ   
সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৮ জন কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ প্রদান
মঈন মাহমুদ
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৮ জন কর্মকর্তাকে পরিচালক পদের   র‍্যাংক-ব্যাজ পরান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

এসময়  বাহিনীর অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি, উপমহাপরিচালকবৃন্দ, এবং বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ উপস্থিত  ছিলেন।

মহাপরিচালক বলেন,পদোন্নতি শুধুমাত্র ব্যক্তিগত বা দলগত  সাফল্য নয়, এটি উচ্চতর দায়িত্বের জবাবদিহিতার পরিধি। যার মাধ্যমে একটি দেশ ও জাতির সেবায় নিজেকে পেশাগত দক্ষতায় আরও বেশি নিবেদিত করার অপার সুযোগ সৃষ্টি হয়। নতুন বাংলাদেশের অভ্যুদয়ের ক্রান্তিলগ্নে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ সততা, নিষ্ঠা, একাগ্রতা ও আনুগত্যের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখবে। প্রচলিত ধারার বাইরে পেশাগত উৎকর্ষতাকে অগ্রাধিকারের মাধ্যমে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও ব্যাপকভাবে দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

মহাপরিচালক আরো উদ্ধৃত করেন, পুরাতন ধ্যান-ধারণা পরিহার করে নব উদ্যমে উজ্জীবিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ে মৌলিক অধিকার ও কল্যাণধর্মী উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করতে হবে।

সৃজনশীল,কার্যকরী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশের মাটি ও মানুষের আকাঙ্খা পুরণে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করার নির্দেশনা প্রদান করেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন এ.এইচ.এম মেহেদী হাসান। তিনি উচ্চতর পদে পদোন্নতির মাধ্যমে বাহিনীর সকল গুরুত্বপূর্ণ কাজে আরও বেশি দায়িত্বশীল হয়ে কর্মসম্পাদনের প্রত্যয় ব্যক্ত করেন।

পদোন্নতিপ্রাপ্ত পরিচালকগণ হলেন- এ. এইচ. এম. মেহেদী হাসান, মোঃ আলমগীর শিকদার, এস.এম. মুজিবুল হক পাভেল, শেখ ফিরোজ আহমেদ, শুভ্র চৌধুরী, মোঃ আমমার হোসেন, মোঃআশরাফুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, মোঃ সাজ্জাদ মাহমুদ, বিকাশ চন্দ্র দাস, মোঃমইনুল ইসলাম, নবকুমার বিশ্বাস, হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, অম্লান জ্যোতি নাগ, ফারজানা আক্তার ডালিয়া, মির্জা সিফাত-ই-খোদা, নাদিরা ইয়াসমিন এবং মোঃ জাহিদ হোসেন।

১০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তাদেরকে উপপরিচালক পদ থেকে পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft