প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন
আমরা করবো রক্তদান, বেঁচে যাবে হাজারো প্রাণ 'মানবতার টানে, ভয় নেই রক্তদানে এক ব্যাগ রক্তদান, বাঁচাতে পারে রোগীর প্রাণ'।
এই স্লোগানকে সামনে রেখে 'পায়রা কমিউনিটি ব্লাড সেন্টার' নামে একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন আত্মপ্রকাশ করে ২০২৪ সালের জানুয়ারি মাসে। তবে এর কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হয় একই সালের মার্চ মাসে। তারপর আর সংগঠনটিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। মানবতার মহান ব্রতে সংগঠনের সদস্যরা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। বর্তমানে সারাদেশে এর প্রায় ৩ হাজার সদস্য সংখ্যা রয়েছে, সংগঠন এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে রক্তদান করেছেন, এছাড়াও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প করে প্রায় ১ হাজার মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্নয় করে দিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহবুবুর রহমান অপু।
শুধু রক্ত দান করে নয়, এ ছাড়াও নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি। ঘূর্ণিঝড়ে দক্ষিণ বাংলার নোয়াখালীর ক্ষতিগ্রস্ত প্রায় দুইশত অসহায় পরিবারকে নিজ উদ্যোগে দিয়েছে ত্রাণ সহায়তা। এ ছাড়াও বরগুনা জেলার সেই প্রত্যন্ত অঞ্চলে ২টা মসজিদে অনুদান হিসেবে দেয়া হয়েছে দুটি ডিজিটাল ঘড়ি। গোপালগঞ্জ জেলায় একটি এতিমখানা মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষার জন্য একটি ব্লাকবোর্ডসহ অসহায় শিশুদের চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তাও প্রদান করেছে এই সংগঠনটি।
ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, রংপুর, গাইবান্ধা, বাখেরগঞ্জসহ উপকূলীয় জেলা বরগুনায়ও বর্তমানে এর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহবুবুর রহমান অপু।
পায়রা কমিউনিটি ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা অপু জানান, অনেক আগে থেকে আমরা জেনে এসছি যে, রক্তদান মানেই জীবন দান। রক্ত দানের মতো এমন একটি মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনার দেয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু বা মৃত্যুপথযাত্রী মানুষকে দান করতে পারে নতুন জীবন। আগামীদিনে আমাদের সংগঠনের লক্ষ্য একটাই, আমাদের বাংলাদেশের একটা মানুষও যেনো রক্তের অভাবে অকালে ঝরে না যায়। সে লক্ষ্যেই প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের প্রত্যেকটা সেচ্ছাসেবী সেভাবেই কাজ করে যাচ্ছে এবং আগামীদিনেও করব ইনশাআল্লাহ।