রোববার ১৯ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 

কাল সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা    জনগণের পাশে থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান    এসকে সুরের বাসায় দুদকের অভিযানে ১৭ লাখ টাকা উদ্ধার    মেঘনায় ঝাঁপ দিয়ে মা-ছেলের আত্নহত্যা চেষ্টা, দেড় বছরের শিশুর মৃত্যু    ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা    জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন    মালানের ফিফটিতে বরিশালের বড় জয়   
গোপালগঞ্জে ভিন্ন ভিন্ন স্থানে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন

জেলায় বিভিন্ন দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় হুসাইন মোল্লা (৫) নামে এক শিশু এবং  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আবুল হোসেন (৬৫) ও সোহেল সিকদার (১৯) নামে দুইজন নিহত হয়েছেন। 

গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায় ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মির সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়া এলাকায় বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল শিশু হুসাইন মোল্লা। এসময় একটি ইজিবাইক ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রাতে মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের মো: আবুল হোসেন নামে এক বৃদ্ধ নিজ বাড়িতে বৈদ্যুতিক বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্বজনরা  উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এছাড়াও একই রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টুঙ্গিপাড়ায় সোহেল শিকদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গিমাডাঙ্গা এলাকার আনোয়ার হোসেন শিকদারের ছেলে। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের মর্গে প্রেরন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ওই যুবক মারা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft