শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ ১১ মাঘ ১৪৩১
 

বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে: উপদেষ্টা নাহিদ    জুলাই-আগষ্ট হত্যা মামলার আসামিদের জামিন প্রশ্নে জিরো টলারেন্স    বিকেলে বোর্ড সভায় বসছে বিসিবি    প্রধান উপদেষ্টা আজ দেশে ফিরছেন     বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অস্থিরতা, বানিজ্যে ব্যপক প্রভাব    ছেলের বাসায় উঠেছেন বেগম খালেদা জিয়া    মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি   
কাপাসিয়ায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ  ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ আওয়ামীলীগ কর্মীকে এলাকাবাসী আটক করে সন্ধ্যায় পুলিশে দিয়েছে। 

আজ শুক্রবার দুপুরে নাশকতার পরিকল্পনা করা কালে তাদের ঘেরাও দিয়ে আটক করা হয়। এদিকে আটককৃত নাশকতাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাপাসিয়া উপজেলা শহরে বিএনপি দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে। 

জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের পলাতক চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত মোঃ হারুন অর রশিদ (হিরন মোল্লার) নেতৃত্বে বিভিন্ন এলাকার আওয়ামী দলীয় কর্মীদের ধাঁধার চরে জড়ো করেন। খবর পেয়ে এলাকাবাসী ঘেরাও দিয়ে মাঝ নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে ১২ জন আওয়ামীলীগ দলীয় কর্মীদের আটক করেন। 

আটককৃতরা হলেন- ঘাগটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের মতিউর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রিংকন (৩০), তালতলা গ্রামের মনির হোসেনের ছেলে স্থানীয় ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মারুফ (২৫), খিরাটি গ্রামের আমির উদ্দিন মাঝির ছেলে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান মাঝি (৪২), খিরাটি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শামসুল আলম (৫২), জয়নাল আবেদীনের ছেলে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ (৪৫), কামারগাঁও গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম মোল্লা (৪৬), খিরাটি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও গ্রামীণ ব্যাংকের আশুলিয়া শাখার সিনিয়র কর্মকর্তা ইলিয়াস আহমেদ (৪৫)। সে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। পার্শ্ববর্তী লাখপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দুলাল মিয়া (২২), শালদৈ গ্রামের আব্দুল খালেকের ছেলে স্থানীয় আওয়ামীলীগের সদস্য লোকমান মোল্লা (৪২), কামারগাঁও গ্রামের ছানাউল্লাহর ছেলে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য রাশিদুল আলম (৪৪), কামারগাঁও গ্রামের দবির মাস্টারের ছেলে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাপাসিয়া উপজেলা পোস্ট মাস্টার শরিফ (৪১), শালদৈ গ্রামের আইন উদ্দিনের ছেলে জিহাদ (২৪)। 

এ ব্যাপারে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগে উল্লেখ করেন। এছাড়াও অভিযোগে বলা হয়, স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণের সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা মিলে পাঞ্জাবি-টুপি পড়ে শাঁখা সিঁদুর পড়া মহিলাদের হিন্দু সাজিয়ে হামলা ও  নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করা। পরে সেগুলো আন্তর্জাতিক ভাবে প্রচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনার অভিযোগ করা হয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ জনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। তাদের ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft