বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ১১ পৌষ ১৪৩১
 

ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত     সচিবালয়ে আগুন : হুঁশিয়ারি সারজিস আলমের    চ্যাম্পিয়নস ট্রফি জন্য ভিসা নীতিকে সহজ করল পাকিস্তান    বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কাজ    গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ    ‘সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে’    সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলা, ৫ সাংবাদিক নিহত   
দেবীগঞ্জে রাস্তা সংস্কার করলেন জামায়েত নেতা
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়েত নেতা আবুল বাশার বসুনিয়ার উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে টেপ্রীগঞ্জ ইউনিয়নের নতুন সরকার পাড়া এলাকার দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়। পঞ্চগড় জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার বসুনিয়ার নেতৃত্বে সংস্কার কাজে অংশগ্রহণ করেন দলটির প্রায় দেড়শতাধিক নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, টেপ্রীগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের সরকার পাড়া এলাকার হালিম মাস্টারের বাড়ি থেকে হাজির হাট তালতলা এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এতে বিপাকে পড়েছে ছয়টি গ্ৰামের প্রায় চার হাজার মানুষ। এলাকার সাধারণ মানুষ দীর্ঘ দিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে জামায়াতে ইসলামীর প্রায় দেড় শতাধিক কর্মী স্বেচ্ছাশ্রমে এই রাস্তা সংস্কার কাজে অংশগ্রহণ করেন।

দলীয় নেতাকর্মীদের নিয়ে জামায়েত নেতার স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার বসুনিয়া বলেন, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশকে নতুন করে গড়তে চায় ছাত্র-জনতা। ছাত্র-জনতার এই ইচ্ছাশক্তি ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের দেবীগঞ্জে চলাচলের অনুপযোগী দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনৈতিক দল। জনগণের স্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে"।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft