শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ ১১ মাঘ ১৪৩১
 

চট্টগ্রামে ডিজিএফআই পরিচয়ে ফ্ল্যাটে ডাকাতির সময় আটক জন ১২    আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: মাহফুজ আলম    ফ্যাসিস্ট হাসিনা পাচার করা টাকা দিয়ে গুজব ছড়াচ্ছে: সারজিস আলম    বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম    সোয়া ১ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক    বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে: উপদেষ্টা নাহিদ    জুলাই-আগষ্ট হত্যা মামলার আসামিদের জামিন প্রশ্নে জিরো টলারেন্স   
বাগদান সারলেন সেলেনা গোমেজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৪:২৩ অপরাহ্ন

মার্কিন গায়িকা, অভিনেত্রী ও মডেল সেলেনা গোমেজ ও তার প্রেমিক বেনি ব্লাঙ্কোর বিয়ের ঘণ্টা বেজে উঠেছে। তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সেলেনা সোশ্যাল মিডিয়ায় তাদের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। 

সেলেনা তার ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেন, যেখানে তিনি তার আঙুলে বাগদানের আংটি পরা অবস্থায় বেনি ব্লাঙ্কোর সঙ্গে আনন্দঘন মুহূর্ত উপভোগ করছেন। ছবির ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘আজ থেকেই চিরকাল শুরু।’ এই দম্পতি ২০২৩ সালে প্রেমের সম্পর্কে জড়ান এবং ২০২৪ সালের মে মাসে এক সাক্ষাৎকারে বেনি ব্লাঙ্কো জানান, তিনি ভবিষ্যতে তাদের বিয়ের পরিকল্পনা করছেন। এদিকে ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে সেলেনা গোমেজ দ্য হলিউড রিপোর্টারকে বলেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে নিরাপদ সম্পর্ক এবং আমি এই ব্যক্তির সঙ্গে আমার ভবিষ্যৎ দেখতে পাই।’

এদিকে ইনস্টাগ্রামে সেলেনার পোস্ট করা ছবিতে দেখা যায় সেলেনা ও বেনি বসে আছেন একটি সুন্দর পিকনিক স্পটে, যেখানে বিভিন্ন প্রকার খাবারের আয়োজন করা হয়েছে। আরেকটি ছবিতে দেখা যায়, বেনি সেলেনাকে জড়িয়ে ধরে হাসছেন।

এর আগে সেলেনা ও সংগীতশিল্পী জাস্টিন বিবারের মধ্যে সম্পর্ক বেশ আলোচিত ছিল, কিন্তু তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

এরপর বেশ কয়েকটি বছর কেটে গেলেও সেলেনা বিভিন্ন প্রেমের গুঞ্জনে খবরের শিরোনামে উঠে আসেন। তবে বর্তমানে বেনি ব্লাঙ্কোর সঙ্গে তার বাগদান নিয়ে ভক্তরা ব্যাপকভাবে প্রশংসা করছেন এবং তাদের সুখী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft