বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ১১ পৌষ ১৪৩১
 

ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত     সচিবালয়ে আগুন : হুঁশিয়ারি সারজিস আলমের    চ্যাম্পিয়নস ট্রফি জন্য ভিসা নীতিকে সহজ করল পাকিস্তান    বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কাজ    গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ    ‘সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে’    সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলা, ৫ সাংবাদিক নিহত   
লেবানন থেকে সেনা প্রত্যাহার করছে ইসরাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১:২৯ অপরাহ্ন

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতির শর্তে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের প্রথম ধাপ শুরু করেছে।

গত মাসে মার্কিন এবং ফরাসি সরকারের মধ্যস্থতায় ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি হয়।  চুক্তি অনুসারে ইসরাইলি সেনাদের ৬০ দিনের মধ্যে ইসরাইল-লেবানন সীমান্তের দক্ষিণ থেকে প্রত্যাহার এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর থেকে সরে যেতে বলা হয়েছে।

এমনকি যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে কয়েক সপ্তাহে ইসরাইল এবং হিজবুল্লাহ গুলি বিনিময় করেছে। তবে ইসরাইলের সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে বিস্তৃত যুদ্ধবিরতি এখন শুরু হয়েছে বলে মনে হচ্ছে।

গতকাল বুধবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, দক্ষিণ লেবাননের শহর আল খিয়ামে  ইসরায়েলি বাহিনী প্রত্যাহার হয়েছে এবং ফাঁকা এলাকায় নিয়মিত লেবানিজ সেনা মোতায়েন হয়েছে।

বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, শত্রুতা দীর্ঘস্থায়ী বন্ধের বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এবং এটি অব্যাহত অগ্রগতির ভিত্তি স্থাপন করবে।

ইসরাইলি সেনা প্রত্যাহারের পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, খিয়াম এবং মারজায়ুন এলাকায় নতুন করে লেবানিজ সেনা মোতায়েন যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে একটি মৌলিক পদক্ষেপের প্রতিনিধিত্ব করে।

মিকাতি এক্স-এর এক পোস্টে বলেছেন, দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আমরা লেবাননের সেনাবাহিনীর প্রচেষ্টাকে অভিনন্দন জানাইঅ

পৃথকভাবে, ইসরাইলি সামরিক বাহিনী বলেছে তাদের সপ্তম ব্রিগেড দক্ষিণ লেবাননের খিয়ামে তাদের মিশন শেষ করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির সমঝোতা অনুসারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে, লেবাননের সশস্ত্র বাহিনীর সৈন্যদের এলাকায় মোতায়েন করা হচ্ছে।

পরে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইসরাইলেরর প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজের সাথে কথা বলেছেন।  অস্টিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে সমর্থন করার জন্য তার অংশীদারদের সাথে কাজ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft