শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ ১১ মাঘ ১৪৩১
 

বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে: উপদেষ্টা নাহিদ    জুলাই-আগষ্ট হত্যা মামলার আসামিদের জামিন প্রশ্নে জিরো টলারেন্স    বিকেলে বোর্ড সভায় বসছে বিসিবি    প্রধান উপদেষ্টা আজ দেশে ফিরছেন     বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অস্থিরতা, বানিজ্যে ব্যপক প্রভাব    ছেলের বাসায় উঠেছেন বেগম খালেদা জিয়া    মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি   
নাগার সন্তানের মা হতে চেয়েছিলেন সামান্থা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১:২৮ অপরাহ্ন

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। দীর্ঘ ৭ বছরের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিয়ে করেন তারা। কিন্তু তাদের সংসার বেশি দিন টেকেনি। ২০২১ সালে চার বছরের সংসার ইতি টানেন এই দুই তারকা। গত ৪ ডিসেম্বর জীবনে নতুন ইনিংস শুরু করেছেন নাগা।

সাবেক স্বামীর বিয়ের পর আলোচনা শুরু হয় সামান্থাকে নিয়ে। আসতে থাকে নতুন নতুন খবর। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিচ্ছেদের কয়েক মাস আগেই নাকি নাগার সন্তানের মা হতে চেয়েছিলেন সামান্থা। ২০২১ সালে আগস্ট মাসেই নাকি সন্তান নেওয়ার পরিকল্পনা করছিলেন সামান্থা। কিন্তু তার দুই মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা সিদ্ধান্ত নেন নাগা।


এদিকে প্রাক্তন স্বামী যখন নতুন জীবনে ব্যস্ত, তখনই সামান্থা পৌঁছে গেলেন এক বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে। সেখানে শিশুদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী। সেই মুহূর্তের ছবি তুলে ধরলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।


ভারতীয় একাধিক গণমাধ্যমের সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছেন, শিশুদের বেশ পছন্দ করেন তিনি। নাগার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার ইচ্ছে ছিল তার। শিশুদের সঙ্গে সামান্থার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আবেগঘন হয়ে পড়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।

এর আগে সামান্থা বলেন, ‘মা হওয়ার ইচ্ছে আমার বহু দিনের। আমি জীবনের কোনো একটা পর্যায়ে পৌঁছে মা হতে চাই। অনেক সময় আমরা বয়স নিয়ে চিন্তা করি। আগে থেকেই ভেবে ফেলি, মা হওয়ার সঠিক সময় কোনটা। আমার মনে হয়, মা হতে গেলে আলাদা করে কোনো বয়সের প্রয়োজন পড়ে না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft