প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ন
আন্তর্জাতিক দাম বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পাকিস্তানে বাড়লো স্বর্ণের দাম। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্থানীয় বাজারে প্রতি তোলা স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪০০ রুপি।
অল-পাকিস্তান জেমস অ্যান্ড জুয়েলার্স সরাফা অ্যাসোসিয়েশন (এপিজিজেএসএ) দ্বারা নির্ধারিত দাম অনুসারে ১০ গ্রাম স্বর্ণ বিক্রি হয় ২ লাখ ৩৭ হাজার ৮২৬ রুপিতে।
গতকাল সোমবার পাকিস্তানে প্রতি তোলা স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার রুপি।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এপিজিজেএসএ অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম ছিলো ২ হাজার ৬৬২ মার্কিন ডলার।
অপরদিকে, প্রতি তোলা ৩ হাজার ৪০০ রুপিতে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।