প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় মজিদুল ইসলাম পলিন(৪৪)নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনের প্রধান সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তি উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের নতুন বাড়ি এলাকার মৃত মোকলেছার রহমানের ছেলে।
এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত পলিন উপজেলার সদরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনের প্রধান সড়ক দিয়ে পায়ে হেটে স্মৃতি অম্লান মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ঢাকা মেট্রো-ট-২৪-২৯৪২ নম্বরের একটি ট্রাক পিছন থেকে এসে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকটির পিছনের চাকা তার বাম পায়ের উপড় দিয়ে চলে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি ও ট্রাকের চালক দিনাজপুর জেলার কোতোয়ালি থানার গোদাগাড়ীর মাঝাপাড়ার মৃত, আকবর আলীর ছেলে আজিজার রহমানকে আটক করেন ডিমলা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে সড়ক আইনে মামলা নম্বর-০৭, তারিখ-০৮/১২/২০২৪ইং দায়ের করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রাক ও ট্রাকের চালককে আটক করে সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃত চালককে আদালতে সোপর্দ করা হয়েছে।