বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ১১ পৌষ ১৪৩১
 

ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত     সচিবালয়ে আগুন : হুঁশিয়ারি সারজিস আলমের    চ্যাম্পিয়নস ট্রফি জন্য ভিসা নীতিকে সহজ করল পাকিস্তান    বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কাজ    গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ    ‘সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে’    সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলা, ৫ সাংবাদিক নিহত   
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৯:৪১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিবগঞ্জে একই দুর্ঘটনায় মারা গেছেন বাবা ও ছেলে। 

আজ সোমবার দুপুর ও বিকালে এ দুর্ঘটনাগুলো ঘটে। সংশ্লিষ্ট থানার ওসিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ উপজেলার কালিনগর-লক্ষীপুরের মো. মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে মো. সাগর আলী (১৮), গোমস্তাপুর উপজেলার রহনপুর পাথরপূজা এলাকার বাবর আলী (২৮) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যৌবনলাইন পাড়ার রাজু আহমেদ (২৪)।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জের কানসাট থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ আসছিলেন মিজানুর রহমান ও তার ছেলে সগর আলী। বহলাবাড়ি এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তারা। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার জানান, বেলা আড়াইটার দিকে উপজেলার তেতুলতলায় এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক বাবর আলী মারা যান। তিনি ব্যাটারিচালিত ভ্যান নিয়ে রহনপুর যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক চাপা দিলে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এদিকে সদর থানার ওসি রইস উদ্দীন জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার হরিপুরে ট্রাকের ধাক্কায় রাজু আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তিনটি দুর্ঘটনাতে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft