বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ    জামায়াত নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামের মামলা    সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে    শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন    একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: ড. ইউনূস    সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির    বাতিল হলো "জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩"   
আজ বাংলাদেশ ভ্রমণে আসছে চ্যাম্পিয়নস ট্রফি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ভারতের পক্ষ থেকে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল। পরবর্তীতে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অর্থাৎ নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে চেয়েছিল টিম ইন্ডিয়া।

তবে ভারতের হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে শর্তসাপেক্ষে ভারতের প্রস্তাব মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। কিন্তু শর্ত মানতে রাজি হয়নি ভারতও। ফলে এখনও ঝুলে আছে চ্যাম্পিয়ন ট্রফির ভাগ্য। এমনকি সূচি প্রকাশ করাও সম্ভব হয়নি।


পাকিস্তান-ভারতের এমন অনড় অবস্থানের কারণে অচলাবস্থা কবে কাটবে, তাও নিশ্চিত নয়। তবে এসবের মধ্যেও থেমে নেই চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ। যে পরিক্রমায় এবার ট্রফিটি আসতে যাচ্ছে বাংলাদেশে। রোববার (৮ ডিসেম্বর) রাতে ট্রফির বাংলাদেশ ভ্রমণের বৃত্তান্ত জানা গেছে।

দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’-এর তত্ত্বাবধানে চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে আয়োজক পাকিস্তান থেকে। গত ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ট্রফিটির অবস্থান ছিল পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে।

স্বাগতিকদের পর্ব শেষ করে ট্রফিটি আফগানিস্তানে যায় গত ২৬ নভেম্বর। দুই দিনের সফর শেষ হয় ২৮ নভেম্বর। আজ সোমবার (৯ ডিসেম্বর) শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর। ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশেই অবস্থান করবে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে প্রথম জনসমক্ষে দেখা যাবে মঙ্গলবার (১০ ডিসেম্বর), রাখা হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এদিন সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর ঢাকায় নিয়ে আসা হবে।

ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।

এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft