শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ    জামায়াত নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামের মামলা    সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে    শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন    একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: ড. ইউনূস    সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির    বাতিল হলো "জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩"   
বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়ার সুধী সমাবেশ
কুষ্টিয়া প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৮:৩২ অপরাহ্ন

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভ- এই ভিশন নিয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার বাদ এশা ১২নং ওয়ার্ড মোল্লাপাড়া, হরিশংকরপুর, কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন  জনাব খাইরুল ইসলাম - আমীর, শহর শাখার, ১২নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক মোঃ ফরহাদ হুসাঈন (শুরা ও কর্মপরিষদ সদস্য, কুষ্টিয়া জেলা ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী)। বিশেষ মেহমান - অধ্যাপক মোঃ সুজাউদ্দিন জোয়াদ্দার (জেলা সেক্রেটারী ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা)। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান টোটন (স্বাগত বক্তা)।

আরো উপস্থিত ছিলেন- মোঃ এনামুল হক (কুষ্টিয়া শহর আমির ), মোঃ শওকত আকবর সভাপতি (চাউলের বর্ডার ইউনিয়ন ), মোঃ  গহবর আলী মন্ডল (সাবেক ১২ নং ওয়ার্ড আমির) ,  অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম  (জামাত কর্মী), জনাব মোঃ হেলাল উদ্দিন  (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), জনাব আজমল হক (জামায়াত কর্মী)। এছাড়া উপস্থিত ছিলেন জামাতের বিভিন্ন নেতাকর্মী।

সমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা। 

জামায়াতে ইসলামী সেই বাংলাদেশের স্বপ্ন দেখে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে  বক্তারা বলেন,  আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার।  সেই  আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়েত ইসলাম বদ্ধপরিকর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft