শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ    জামায়াত নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামের মামলা    সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে    শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন    একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: ড. ইউনূস    সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির    বাতিল হলো "জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩"   
টিজারেই ঝড় তুলেছে ‘মিম সে মোহাব্বত’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন

চলতি বছরটা দুর্দান্ত গেছে পাকিস্তানি সিরিজের জন্য। ‘ভেরি ফিল্মি’, ‘বারজাখ’, ‘কাভি ম্যায় কাভি তুম’সহ আলোচনায় ছিল বেশ কয়েকটি সিরিজ। এবার নতুন সিরিজ ‘মিম সে মোহাব্বত’ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সিরিজটি আজ রাতে হাম টিভিতে মুক্তি পাবে কিন্তু প্রথম পর্বের টিজার মুক্তির পর থেকেই অন্তর্জালে আলোচনা চলছে সিরিজটি নিয়ে। খবর সিয়াসাতডটকমের

পাকিস্তানের জনপ্রিয় লেখক ফারহাদ ইশতিয়াক সিরিজটির গল্প লিখেছেন। তিনি পর্দায় গভীরভাবে আবেগ তুলে ধরতে সিদ্ধহস্ত। ‘মিম সে মোহাব্বত’ পরিচালনা করেছেন আলী হাসান।

এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আহাদ রাজা মীর ও দানানির মোবিন। এ ছাড়া আছেন আসিফ রাজা মীর।

প্রকাশিত টিজারে আহাদ রাজা মীর ও দানানির মোবিনের প্রেমের শুরুর দিকের রসায়নটা দেখানো হয়েছে। পর্দায় তাঁদের রসায়ন পছন্দ করেছেন অনেক দর্শক।

তাঁরা মনে করছেন প্রেম, আবেগ আর ড্রামার মিশেলে দারুণ উপভোগ্য হতে যাচ্ছে সিরিজটি।

‘মিম সে মোহাব্বত’-এর অভিনেতা আহাদ পরিচিতি মুখ। ৩১ বছর বয়সী এই পাকিস্তানি-কানাডীয় অভিনেতা আগে ‘ইয়াকিন কা সফর’, ‘ইয়ে দিল মেরা’, ‘হাম তুম’, ‘ধূপ কি দিওয়ার’-এর মতো সিনেমা সিরিজে কাজ করেছেন। তাঁকে দেখা গেছে ব্রিটিশ সিরিজ ‘ওয়ার্ল্ড অব ফায়ার’-এও।

অভিনয়ের জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড, হাম অ্যাওয়ার্ডসসহ অনেক পুরস্কার জিতেছেন। আহাদ হলেন প্রখ্যাত পাকিস্তানি অভিনেতা আমির রাজা মীরের সন্তান, তিনিও ছেলের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন।

অন্যদিকে দানানির মোবিন এ সময়ের অন্যতম আলোচিত তারকা। অভিনয়ের জন্য এর মধ্যেই বেশ কয়েকটি স্বীকৃতি পেয়েছেন ২২ বছর বয়সী এই অভিনেত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft