বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ    জামায়াত নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামের মামলা    সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে    শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন    একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: ড. ইউনূস    সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির    বাতিল হলো "জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩"   
ভারত-মিয়ানমার থেকে দেড় লাখ টন চাল আমদানি করছে সরকার
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল এবং ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ দেড় লাখ টন চাল আমদানিতে ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা। এ সংক্রান্ত দুইটি প্রস্তাবসহ আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। 

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে জিটুজি (সরকার টু সরকার) পর্যায়ে ১ লাখ টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মিয়ানমার রাইচ ফেডারেশন থেকে খাদ্য অধিদপ্তর এ চাল কিনবে। এক্ষেত্রে প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৫১৫ ডলার। এই চাল আনতে মোট ব্যয় হবে ৬১৮ কোটি টাকা। আরেকটি প্রস্তাবে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির মেসার্স মণ্ডল স্টোন প্রডাক্ট প্রাইভেট লিমিটেড থেকে এ চাল কিনবে খাদ্য অধিদপ্তর। প্রতি টন চালের দাম পড়ছে হয়েছে ৪৬৭ দশমিক ৭০ ডলার। এতে মোট ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft